thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৯:০৭:৩৮
ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। রবিবার উডেন ফ্লোর জিমনেসিয়ামে দ্বিতীয় পর্বের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

অ্যাথলেটিক্স, সুইমিং, কাবাডি, ভলিবল, দাবা, ব্যাডমিন্টন ও বধির দাবাসহ ৭টি ইভেন্টে ৩৫টি জেলা কর্মসূচিতে বাছাইকৃত ১৭৫ জন ক্রীড়াবিদকে নিয়ে দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু করা হয়েছে। এদের থেকে বাছাই করে ১৪৪ জন প্রশিক্ষণার্থীকে মাসব্যাপী আবাসিক উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মসূচির উদ্বোধনী দিনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চলতি অর্থবছর থেকে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালু করা হবে। এ ছাড়া ১৭টি ইভেন্টে অনূর্ধ্ব-১৮ বছর বালক ও বালিকাদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নতমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘প্রশিক্ষণ শেষে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ফেডারেশন যৌথভাবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর