thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আল কায়েদার অডিও বার্তার তদন্ত হচ্ছে : আইজিপি

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৯:১৭:২০
আল কায়েদার অডিও বার্তার তদন্ত হচ্ছে : আইজিপি

নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশিদের প্রতি জিহাদের আহ্বান জানিয়ে সম্প্রতি আল কায়েদার প্রকাশিত অডিও বার্তাটির বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

তিনি বলেন, ‘আল কায়েদার কেউ বাংলাদেশ এসে ঘুরে গেছে কিনা- সে বিষয়ে তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’ এ সময় জঙ্গিবাদ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রবিবার বিকেলে সাংবাদিকদের এ সব কথা বলেন আইজিপি। এর আগে পুলিশ সুপার কার্যালয়ে শহরের যানজট নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড সম্পর্কে আইজিপি বলেন, ‘মামলাটি র‌্যাব তদন্ত করছে। ইতোমধ্যে আমি র‌্যাব মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে জানিয়েছেন, মামলাটির দ্রুত অগ্রগতি হচ্ছে। দ্রুত এ আলোচিত হত্যাকাণ্ডের ক্লু উদঘাটিত হবে।’

সারাদেশে সম্প্রতি শিশু ও মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ড সম্পর্কে আইজিপি বলেন, ‘এগুলো মূলত পারিবারিক কলহ কিংবা জিঘাংসা থেকে হচ্ছে। কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে এ সব হচ্ছে না।’

এ সময় আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান, সিআইডি ব্রাঞ্চের প্রধান অ্যাডিশনাল আইজিপি জাবেদ পাটোয়ারী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমানসহ সাত থানার ওসি ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এমএম/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর