thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৯:৩৪:১৫
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির মোল্যা (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-কালনা সড়কের চৌগাছা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-কালনা সড়কের চৌগাছা ইটভাটার সামনে সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী সদর উপজেলার পাইকমারী গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে মনির মোল্যা (৪২) মারা যান। এ ঘটনায় একই গ্রামের মোটরসাইকেলের চালক রিয়াদ (২৪) ও আরোহী ফেরদৌস (২৮) গুরুতর আহত হন।

যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের মেজর রাহাত জানান, সেনাবাহিনীর একটি ট্রাক নড়াইলের লোহাগড়া হয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। ওই সড়কের চৌগাছা ইটভাটার কাছে পৌঁছলে পেছন দিক থেকে দ্রতগতিতে মোটরসাইকেলটি পাশ কাটিয়ে আগে উঠতে যায়। কিন্তু সামান্য বৃষ্টিতে রাস্তার উপর পড়ে থাকা ইটভাটার কাদায় পিচ্ছিলের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর