thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

আল কায়েদার ভিডিও বার্তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:০০:২৫
আল কায়েদার ভিডিও বার্তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইন্টারনেটে প্রচারিত আল কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, আল কায়েদার সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক নেই। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে এটি একটি নতুন ষড়যন্ত্র কিনা তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। বাংলাদেশ যেকোনো ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত।’

ডা. শফিকুর বলেন, ‘বাংলাদেশের আলেম সমাজ ও মূলধারার ইসলামী দলগুলোর সঙ্গে আল-কায়েদার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। দু’একটি সংবাদ মাধ্যমে আল কায়েদার সঙ্গে জামায়াতের সম্পর্ক সংক্রান্ত যে সব আজব তথ্য পরিবেশন করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। আল কায়েদার সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। উপরন্তু আমরা যেকোনো ধরনের জঙ্গিবাদকে আন্তরিকভাবে ঘৃণা করি।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নেই। জামায়াত সংবিধান সম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে দলীয় রাজনৈতিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জামায়াতের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দৃশ্যমান। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, মূলত তারাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কথা বলে বাংলাদেশে ইসলামপন্থীদের ওপর জুলুম এবং নির্যাতন-নিপীড়নের নানা বাহানা তালাশ করেন।’

বাংলাদেশকে বিশ্বসম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আল কায়েদার কথিত বার্তার অবতারণা করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্রের ছক অঙ্কন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন শফিকুর। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদের নামে যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর