thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:০৩:১৩
সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে রবিবার চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হল- আরিফুল ইসলাম, আবু আব্দুল্লাহ, অভিক বিশ্বাস ও আল আামিন।

জেলার আশাশুনি উপজেলার আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তিনজন ও দেবহাটা উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় থেকে একজনকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব আশরাফুন নাহার নার্গিস জানান, আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) এবাদত হোসেন নকলসহ হাতেনাতে ধরে আরিফুল ইসলাম, আবু আব্দুল্লাহ ও অভিক বিশ্বাস নামে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন।

অপরদিকে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্তাজ আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম নকল করার দায়ে আল আমিন নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন।

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর