thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

থাইল্যান্ড থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় হিউম্যান রাইটসের উদ্বেগ

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:২৩:৩৮
থাইল্যান্ড থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় হিউম্যান রাইটসের উদ্বেগ

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ড সরকার তাদের দেশ থেকে এক হাজার ৩০০ রোহিঙ্গা মুসলিমকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তিন মাস আগে এক বেনামি এনজিও’র তত্ত্বাবধানে ওই রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। খবর : বার্মা টাইমস ও ওয়ার্ল্ড বুলেটিনের।

থাইল্যান্ডের অভিবাসন ব্যুরোর কমিশনার বুধবার স্থানীয় পত্রিকা ব্যাংকক পোস্টকে বলেন, ‘থাইল্যান্ডের অভিবাসন জেলে আটক এক হাজার ৩০০ রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নিয়োজিত একটি এনজিও’র তত্ত্বাবধানে পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে থাইল্যান্ডে নিযুক্ত এইচআরডব্লিউ’র পরিচালক সুনাই পাসুক শুক্রবার আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমরা একদমই জানি না, থাই অভিবাসন ব্যুরো কমিশনার কোন এনজিও’র কথা বলছেন।’

তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। কারণ তারা ওই রোহিঙ্গাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠিয়েছে। অথচ মিয়ানমার কর্তৃপক্ষই রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।’

পাসুক বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষের হাতে রোহিঙ্গাদের তুলে দেওয়া মানে তাদের জীবনের নিরাপত্তা সম্পূর্ণ অনিশ্চিত করে ফেলা।’

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যকার দ্বন্দ্ব-বিদ্বেষ অনেক পুরনো। সেখানকার বৌদ্ধরা রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালি অভিবাসী’ বলে মনে করে। দেশটির সরকারও তাদের নাগরিক হিসেবে স্বীকার করতে নারাজ।

২০১২ সালে রোহিঙ্গাদের ওপর উগ্রবাদী বৌদ্ধদের হামলায় অন্তত ১৯২ রোহিঙ্গা নিহত ও এক লাখ ৪০ হাজার জন গৃহহীন হয়ে পড়ে। এরপর থেকেই গৃহহীন রোহিঙ্গারা রাখাইন প্রদেশের জীর্ণশীর্ণ উদ্বাস্তু ক্যাম্পগুলোতে থাকছেন।

এদের অনেকে আবার মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় যাওয়ার আশায় মানব পাচারকারীদের খপ্পরে পড়ছেন।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর