thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

শাহজালালে স্বর্ণের ২৬ বারসহ যাত্রী আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:২৮:৪১
শাহজালালে স্বর্ণের ২৬ বারসহ যাত্রী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি স্বর্ণের বারসহ একযাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা। আটক যাত্রীর নাম মোরশেদুল আলম।

রবিবার বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কাস্টমসের ডিউটি অফিসার (জ্যেষ্ঠ সহকারী কমিশনার) ওয়াজেদ আলী জানান, বিকেলে মোরশেদুল আলম নামের ওই বিমান যাত্রী দুবাই থেকে একটি ফ্লাইটে (বিজি ০৪৬) ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করেন শুল্ক কর্মকর্তারা। এ সময় তার কাছে অবৈধভাবে আনা ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর দাম এক কোটি ৩৫ লাখ টাকা। আটক মোরশেদুল আলমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর