thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

মহেশখালীতে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:৪০:০০
মহেশখালীতে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের যুবলীগ নেতা মুজিব উল্লাহকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে তার গলা কাটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বেলা ১টায় তার মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন মুজিব উল্লাহর বাবা আবুল হাশেম (৫৫)।

মুজিব উল্লাহ কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

নিহতের বড় ভাই সাংবাদিক সৈয়দুল কাদের জানান, ২০-২৫ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে তার ভাই মুজিব উল্লাহর গলা কাটে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার বাবা। পরে মুজিব উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুপুর ১টায় তার মৃত্যু হয়।

তিনি জানান, স্থানীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ডাকাত প্রতিরোধ কমিটি তৈরি করায় তার ভাইকে হত্যা করা হয়।

মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঘটনার বিষয়টি তিনি অবহিত রয়েছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর