thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মাগুরা পলিটেকনিকের শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:৪৮:৫১
মাগুরা পলিটেকনিকের শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মাগুরা প্রতিনিধি : মাগুরা পলিটেকনিক কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারী জোট। শিক্ষক আহাদ আলীকে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে আহত করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

আহত শিক্ষক অভিযোগ করেন, ব্যবহারিক পরীক্ষায় বিশেষ সুবিধা না দেওয়ায় রবিবার দুপুরে তার কক্ষে ঢুকে পলিটেকনিক কলেজ শাখার ছাত্রলীগ নেতা সুমন হোসেনের নেতৃত্বে চারজন শিক্ষার্থী তাকে পিটিয়ে আহত করে। শিক্ষক-কর্মচারী জোট ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে দুপুর থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের লিখিত ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় মাহবুবুল হককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে অধ্যক্ষ প্রকৌশলী আইয়ুব আলী জানান। তবে শিক্ষককে মারধরের সঙ্গে জড়িত ছাত্রলীগের সুমন বিষয়টির সঙ্গে সম্পৃক্ত না থাকার দাবি করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন এবং লিখিত অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআই/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর