thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২১:০৭:০২
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন চালক নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন ১৫ জন। নিহতেরা হলেন বাসচালক খায়রুল বেপারী (৪০), ট্রাকচালক মাসুদুর রহমান (৪০) ও প্রাইভেটকার চালক পারভেজ (৩০)। রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা ও সরাইল উপজেলার বৈশামুড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক খায়রুল বেপারী ঘটনাস্থলেই মারা যাস। নিহতের বাড়ি মাদারীপুর জেলায়। এ সময় আহত হন ট্রাকচালক মাসুদুর রহমানসহ বাসের ১৫ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালককে জেলা সদর হাসপাতালে আনার পর তিনি মারা যার। নিহত ট্রাকচালকের ঠিকানা জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে সকাল ৭টায় একই মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পানিতে ডুবে প্রাইভেটকার চালক পারভেজ মারা যান। নিহত পারভেজে সদর উপজেলার সুহিলপুর গ্রামের শাহেদ আলীর ছেলে।

খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আবদুন নূর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় তিন চালক নিহতসহ অপর ১৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। এগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/এইচএমএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর