thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সরকারি ভবন ছেড়েছে ইউক্রেনের বিক্ষোভকারীরা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২১:২১:০৫
সরকারি ভবন ছেড়েছে ইউক্রেনের বিক্ষোভকারীরা

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিয়েভের সিটি হল ও অন্যান্য সরকারি ভবনের দখল ছেড়ে দিয়েছে। গত দু’মাস ধরে ভবনগুলো দখল করে রেখেছিল তারা। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা রাস্তার ব্যারিকেডগুলোও তুলে নিতে শুরু করেছে। বিক্ষোভকারী নেতারা বলেন, সাধারণ ক্ষমায় সরকারের দেওয়া শর্ত তারা মেনে নিয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, বিক্ষোভকারীরা যদি সোমবারের মধ্যে ভবনগুলোর দখল ছেড়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহার করা হবে।

গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে এক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করায় এ বিক্ষোভ শুরু হয়।

প্রসঙ্গত, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্যন্ত প্রায় শত বছর ধরে ইউক্রেনের ওপর দেশটির প্রভাব বজায় ছিল।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর