thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

‘আশাশুনিতে নিরাপত্তা ও উন্নয়ন বিবেচনায় ভোট দেবেন ভোটাররা’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২০:৫৪:২৫
‘আশাশুনিতে নিরাপত্তা ও উন্নয়ন বিবেচনায় ভোট দেবেন ভোটাররা’

মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা : জেলার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচনী ময়দানে ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগ, প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহের আমেজ।

উৎসব মুখর হয়ে উঠছে আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আশাশুনি নির্বাচন অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলার ১২টি ইউনিয়নের ৮৪টি ভোটকেন্দ্রের ও ৪৪৪টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ১ লাখ ৯২ হাজার ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৫ হাজার ৪৫০ জন এবং নারী ভোটার রয়েছেন ৯৬ হাজার ৮২৫ জন।

তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তকিম (চিংড়ি মাছ), নূ আ ম মোর্তজা (দোয়াত কলম), এস এম রফিকুল ইসলাম (ঘোড়া), হাফিজুর রহমান (আনারস) এবং স ম সালাহউদ্দিন (মটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান (টিয়াপাখি), জাহিদুল ইসলাম তোতা (উড়োজাহাজ), জুলফিকার আলী জুলি (বই), অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু (চশমা), হিরোলাল বিশ্বাস (তালা) ও মাহফিজুল ইসলাম (টিউবওয়েল)।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন নাছিমা আক্তার শিল্পী (পদ্মফুল), জাহানারা কুদ্দুস (কলস), সাহেলা পারভীন (বল) ও মাজিদা খানম (হাঁস)।

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের জন্য সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে শুভেচ্ছা বিনিময় করছেন। ভোটাররা যাতে স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে পারে সে বিষয়ে উৎসাহ দিচ্ছেন। শোনাচ্ছেন বিভিন্ন উন্নয়ন ও প্রতিশ্রুতির কথা। জয়ের ব্যাপারে সকলেই আশাবাদী।

সাধারণ ভোটাররা জানিয়েছেন, গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আশাশুনিবাসী চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে ছিল। বিশেষ করে আশাশুনির প্রতাপনগর, খাজরা, আনুলিয়াসহ কয়েকটি ইউনিয়নের মানুষ একরকম গৃহবন্দী অবস্থার মধ্যে ছিলেন তারা। যিনি তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে তাকে নির্বাচিত করবেন তারা।

এ ছাড়া উন্নয়ন ও অগ্রগতির কথা ও ভোটারদের মাথায় রয়েছে। আশাশুনির মরিচ্চাপ নদীর ব্রীজ, মানিকখালি ব্রীজ নির্মাণের দাবিও তাদের। যিনি তাদের দাবি পূরণ করতে যোগ্যতার পরিচয় দেবেন তাকে ভোট দেবে সাধারণ ভোটাররা।

সার্বিক বিবেচনায় কে হাসবেন বিজয়ের হাসি তার জন্য অপেক্ষা করতে হবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এমআরএই/এসবি/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর