thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২২:০৮:২৫
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ নতুন রাস্তা এলাকায় মোহাম্মদ রুবেল হোসেন (২০) নামে ভাঙারি ব্যবসায়ী এক যুবকের গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নতুন রাস্তায় তার ভাঙারির দোকানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা তার বাসায় খবর দেয়। খবর পেয়ে তার বড় বোন ময়না বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না বেগম দ্য রিপোর্টকে জানান, চার মাস আগে আমার ভাই বিয়ে করেছে। বউয়ের সঙ্গে তার সম্পর্কও ভালো। কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার দোকানের দরজাও খোলা ছিল। কেউ তাকে মেরে এভাবে ঝুলিয়ে রেখেছে না নিজেই অত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর