thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যুদ্ধবিরতির সিদ্ধান্ত পাকিস্তান তালেবানের

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২২:১০:৪০
যুদ্ধবিরতির সিদ্ধান্ত পাকিস্তান তালেবানের

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তান তালেবান নীতিগতভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। দলটির পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

যুদ্ধবিরতির বিনিময়ে তালেবানরা দেশটির সরকারের কাছে তাদের অ-যোদ্ধা বন্দীদের মুক্তি ও উত্তর ওয়াজিরিস্তান থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সরকারের সঙ্গে ভেঙ্গে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শূরা কাউন্সিল রবিবার এক বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, নারী ও শিশুসহ বেসামরিক তালেবান বন্দীদের মুক্তির দাবিটি সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হলেও সেনা প্রত্যাহারের দাবিটি হয়ত মেনে নেওয়া সম্ভব হবে না। কারণ, সরকার অনেক সময় ও শ্রম ব্যয় করে সেখানে সেনাবাহিনী নিয়োগ করেছিল।

একদশক ধরে চলা এ বিদ্রোহের সমাপ্তি ঘটাতে দেশটির সরকার ও তালেবানদের মধ্যে সম্প্রতি প্রাথমিক আলোচনা হয়। এ বিদ্রোহে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে দাবি তালেবানদের।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর