thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দ. আফ্রিকায় খনি ধসে আটকে পড়েছে ২ শতাধিক

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ২২:৩০:১৬
দ. আফ্রিকায় খনি ধসে আটকে পড়েছে ২ শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পরিত্যক্ত স্বর্ণ খনিতে দুই শতাধিক শ্রমিক আটকে পড়েছে। খবর বিবিসির।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৩০ জনের একটি দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। ওই দলটি জানিয়েছে খনিটির ভেতরে আরও প্রায় ২০০ শ্রমিক আটকে আছেন।

শ্রমিকরা শনিবার সকাল থেকেই খনিটিতে আটকা পড়েন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ সন্দেহ খনিটির কার্যক্রমে সরকারি কোনো অনুমোদন নেই।

উদ্ধারকর্মীরা খনিটির পাশে সুড়ঙ্গ তৈরি করে আটকে পড়াদের বের করার চেষ্টা অব্যাহত রেখেছে।

তবে বের হওয়ার পর খনি শ্রমিকদের অননুমোদিত কার্যক্রমের অভিযোগে গ্রেফতার করা হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর