thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কবরস্থানের টাকা আত্মসাতে আ’লীগ নেতা গ্রেফতার

২০১৬ নভেম্বর ০৫ ১৩:৫৫:৩৬
কবরস্থানের টাকা আত্মসাতে আ’লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম অফিস : কবরস্থান উন্নয়নের সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানা ষোলশহর ফরেস্ট গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবু সাঈদ বলেন, ওমর ফারুকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে লোহাগাড়া থানায় তিনটি মামলা রয়েছে। এর একটি কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদারতে হাজির করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে সরকারি বরাদ্দের ১ লাখ ৭০ হাজার ৬৭২ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং এ নিয়ে ২০১৫ সালের ১৯ আগস্ট তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুকসহ চারজনের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করে দুদক।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার আখতারুজ্জামান মামলা ৩টির বাদী বলে দুদক জানায়।

মামলায় অন্য যে ৩ জনকে আসামি করা হয় তারা হলেন, এলজিইডির লোহাগাড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তৈয়ব, পদুয়া ইউনিয়নের সাবেক মেম্বার আইয়ুব আলী ও প্রকল্পের সভাপতি নূরুল কবির।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/এনআই/নভেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর