thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মিসরে পর্যটকবাহী বাসে হামলা, নিহত ৪

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ০৬:৫৯:৪৭
মিসরে পর্যটকবাহী বাসে হামলা, নিহত ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিসরে পর্যটকবাহী একটি বাসে হামলায় কমপক্ষে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। দেশটির তাবা রিসোর্টে এই হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলা মাহমুদ জানান, বাসটিতে ৩৩ জন দক্ষিণ কোরীয় পর্যটক ছিল এবং সেটি ইসরায়েলে প্রবেশের জন্য সিনাই উপদ্বীপে লাইনে অপেক্ষমাণ ছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নিহত চারজনের মধ্যে তিনজন পর্যটক এবং অপরজন বাসটির মিসরীয় চালক।

মিসরের পর্যটনমন্ত্রী হাসেম জাজু বলেন, সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে।

দুর্ঘটনাস্থল থেকে তিনি সিএনএনকে টেলিফোনে জানান, পর্যটকদের এই বাসে হামলা দুর্ভাগ্যজনক এবং এই দুর্ঘটনার কারণে আমি খুবই খুব্ধ।

জানুয়ারি মাসে সিনাই উপদ্বীপে এক হামলায় তিন সৈন্য এবং গত নভেম্বরে গাড়িবোমা হামলায় ১০ সৈন্য নিহত হয়েছিল।

তাবা রিসোর্ট মিসরের সিনাই উপদ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে ইসরায়েল সীমান্তের খুব কাছে অবস্থিত। ২০০৪ সালে এখানে একটি হোটেলে বোমা হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর