thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৯০

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ০৭:৪৮:০৪
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৯০

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিদ্রোহী বোকো হারামের সদস্যদের হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্রোহীরা ক্যামেরুন সীমান্তে অবস্থিত ইজগে গ্রামে শনিবার রাতে এই হামলা চালায়। নিহতদের বেশিরভাগই স্থানীয় খ্রিস্টান।

আক্রমণকারীরা গ্রামটি চারদিক থেকে ঘিরে ফেলে এবং গুলি করতে থাকে। এরপর বিস্ফোরণ ঘটিয়ে বেশিরভাগ বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বেশিরভাগ বাসিন্দাকে গুলি করে এবং বাকিদের গলা কেটে হত্যা করা হয়।

বর্নো প্রদেশের পুলিশ কমিশনার লাওয়াল টানকো এই তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

এক প্রত্যক্ষদর্শী লাওয়ান মাদু রয়টার্সকে জানান, হামলার ঘটনার পরপরই শত শত বাসিন্দা পালিয়ে গেছেন।

স্থানীয় সরকারি কর্মকর্তা মাইনা উলারামু এএফপিকে বলেন, ‘শনিবারের হামলায় তারা অনেক মানুষকে হত্যা করেছে। সর্বশেষ আমি যতদূর জানি, কমপক্ষে ৬০ জনকে হত্যা করেছে তারা। হামলাকারীরা ব্যবসায় প্রতিষ্ঠান ও খাবারের দোকান লুট করেছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর