thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চট্টগ্রাম বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ০৮:৪৭:০৬
চট্টগ্রাম বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে রবিবার রাতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নাজিম উদ্দিনকে বারবার সতর্ক করার পরও তিনি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে ‍লিপ্ত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

এদিকে, একই অভিযোগে বগুড়া জেলার ধনুট উপজেলা বিএনপির সভাপতি তহিদুল আলম মামুন, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগর, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ, মাদারীপুর জেলার শিবচর থানা বিএনপির সদস্য নাজমুল হুদা চৌধুরী মিঠু ও শাহাদাৎ হোসেন খানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর