thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পাকিস্তানে পাথর ছুড়ে ‘প্রেমিক যুগলকে’ হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১০:২৯:৫৭
পাকিস্তানে পাথর ছুড়ে ‘প্রেমিক যুগলকে’ হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের লোরালাই জেলায় পাথর ছুড়ে এক নারী ও পুরুষকে হত্যা করা হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাদের হত্যা করা হয়।

মানজকাই গ্রামে রবিবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইমাম তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করলে তাদের হত্যা করা হয়।

লেভিস বাহিনীর কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ওই নারী ও পুরুষ দুইজনই বিবাহিত ছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহে পাথর ছুড়ে হত্যার ফতোয়া জারি করা হয়।

মৃত্যুর পর তাদের জানাজাও অনুষ্ঠিত হয়নি। ওই পুরুষকে কাতোতি এলাকায় এবং ওই নারীকে মানজকাই গ্রামে কবর দেওয়া হয়েছে।

এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে লেভিস বাহিনী মানজকাই গ্রামে পৌঁছে ফতোয়া জারির অভিযোগে ওই ইমাম ও পাথর নিক্ষেপ করে হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে।

ওই গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার এড়াতে গ্রামটির অধিকাংশ বাসিন্দাই পালিয়ে গেছে। (সূত্র : দ্য ডন)

(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর