thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১১:৪৮:২৩
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানার পেছনে কলতান স্কুল এলাকায় রাস্তা পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।

নিহত পরিচ্ছন্নতা কর্মীর নাম মো. মোসলেম উদ্দিন (৩৮)। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার আলকোনা গ্রামে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, রাস্তা পরিষ্কার করার সময় মোসলেম সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মোসলেমকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ‘মোসলেম উদ্দিন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। বাড্ডা এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি। তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এস/একে/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর