thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতে দোয়া ও প্রার্থনা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১২:০৬:৪২
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতে দোয়া ও প্রার্থনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাড়ি দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অ্যাসেম্বলির পর দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য লাভের জন্য সারাদেশে এ দোয়া ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

শনিবার যশোর জেলার চৌগাছায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বনভোজনের গাড়ি দুর্ঘটনায় ৭ শিক্ষার্থী নিহত ও বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়।

সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া ও বিশেষ প্রার্থনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় মন্ত্রী বলেন, সর্তকতার সঙ্গে গাড়ি চালালে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ফলে অনেক মূল্যবান জীবন রক্ষা পেতে পারে। তিনি উপযুক্ত প্রশিক্ষণের ওপর জোর দিয়ে চালকদের সর্তকতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেন।

মন্ত্রী প্রার্থনা সভায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিশেষ প্রার্থনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন ও ঢাকা জেলা শিক্ষা অফিসার শিরিন আক্তারসহ মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতিঝিল এজিবি কলোনির মসজিদের পেশ ইমাম নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর