thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সর্বত্র বাংলা ভাষা প্রচলনে হাইকোর্টের রুল

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১২:৪২:৩৫
সর্বত্র বাংলা ভাষা প্রচলনে হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের সকল অফিস-আদালতসহ সর্বত্র বাংলা ভাষা প্রচলনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সকল বিদেশি ভাষার বিজ্ঞাপন এবং গাড়ির নেমপ্লেট বাংলায় পরিবর্তনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুপ্রীমকোর্টের রেজিস্ট্রারকে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রবিবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইউনুস আলী জানান, বাংলাদেশ সংবিধানের ৩নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এ ছাড়া ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ প্রণয়ন করা হয়।

বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ এর ৩নং ধারায় বলা হয়েছে, দেশের সকল অফিস-আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি।

সর্বত্র বাংলা ভাষার প্রচলন ঘটানোর জন্যই মূলত এ রিটটি করা হয়েছে বলেও জানান আইনজীবী।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর