thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

‘এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান আইওয়াশ নয়’

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১২:৫৯:১৬
‘এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান আইওয়াশ নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্প্রতি বিভিন্ন এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান পরিচালনা আইওয়াশ নয় বলে জানিয়েছেন কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

সোমবার দুপুর ১২টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফয়জুর রহমান বলেন, ‘অপেক্ষা করেন রেজাল্ট পাবেন। এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অবশ্যই আইওয়াশ নয়।’

হাসিমুখে সচিব বলেন, ‘দুদক তো চোখের ডাক্তার না যে আইওয়াশ করবে।’

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জানুয়ারি মাসে দুদকে মোট ৬১৮টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে যাচাইবাছাই করে কমিশন ১১৮টি অভিযোগ গ্রহণ করেছে। বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত দুর্নীতিসংক্রান্ত ৪৭টি প্রতিবেদনের মধ্যে ২০টি প্রতিবেদন অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে।

জানুয়ারি মাসে ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে। কমিশন জানুয়ারিতে ৩৮টি মামলার চার্জশিট দাখিল করে। এ ছাড়া জানুয়ারি মাসে ছয়টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাজা এবং চারটি মামলায় আসামিরা খালাস পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর