thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উপজেলা ভোট বয়কটের হুমকি তরিকুলের

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৩:৩৩:৪৪
উপজেলা ভোট বয়কটের হুমকি তরিকুলের

যশোর অফিস : খুলনা বিভাগে উপজেলা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

যশোর প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে সিনিয়র নেতাদের জেলে ঢোকানো হচ্ছে।

তরিকুল ইসলাম বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে বিগত জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যাননি। এবার উপজেলা নির্বাচনেও জনগণ ভোটকেন্দ্রে যাবে না। আর ভোটারবিহীন নির্বাচন হবে অর্থহীন।

সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম খুলনা বিভাগের ১০টি জেলায় তার দলের নেতাকর্মীদের ওপর সরকারি বিভিন্ন বাহিনী ও শাসক দলের গুণ্ডাদের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, বিভিন্ন স্থানে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে। নেতাকর্মীদের নামে মামলা করা হচ্ছে। এ সব মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে পুলিশ গ্রেফতারবাণিজ্য করছে।

তিনি বলেন, যশোর সদর উপজেলায় বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নূরুন্নবীকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে। চৌগাছা উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট প্রবীণ নেতা ইউনুস আলীকে গাছ চুরির মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের কাছে এ সব অভিযোগ দিয়ে লাভ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। বিষয়টি দেখবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।

তরিকুল ইসলাম বলেন, উপজেলা ভোট অন্তত ৪০ থেকে ৫০ শতাংশ সুষ্ঠু হলেও খুলনা বিভাগের বিএনপি সমর্থিত বেশিরভাগ প্রার্থী নির্বাচিত হবেন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের দায়িত্ব জনগণের জানমাল হেফাজত করা, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তাই আপনারা সরকারের অবৈধ আদেশ না মেনে জনগণের পক্ষে অবস্থান নিন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনের ফলাফলে সরকার পরিবর্তন হবে না। তা সত্ত্বেও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, আবদুস সবুর, গোলাম রেজা দুলু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর সেক্রেটারি মুনির আহমেদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একে/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর