thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সিঙ্গাইরে শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রার্থীরা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৩:৪০:০১
সিঙ্গাইরে শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রার্থীরা

নাসির উদ্দিন সামি, মানিকগঞ্জ : জেলার সিঙ্গাইর উপজেলা পরিষদের নির্বাচন ১৯ ফেব্রুয়ারি।

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীরা প্রতিশ্রুতির ডালি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। পোস্টার, লিফলেট, ব্যানারে ছেয়ে গেয়ে উপজেলার গোটা এলাকা।

এবারকার নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান (ঘোড়া), বিএনপি সমর্থিত প্রার্থী যুবদলের সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমান (আনারস) ও জেলা জাসাস নেতা খান মোহাম্মদ রুমি (কাপ-পিরিচ)।

প্রথমে জাসাস নেতা খান রুমিকে প্রার্থী হিসেবে সমর্থন দেয় জেলা বিএনপি। বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শান্তর পছন্দের প্রার্থী হলেও রুমিকে মেনে নিতে পারেননি স্থানীয় নেতাকর্মীরা। ফলে তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে পরবর্তীতে যুবদলের সাবেক সভাপতি আবিদুর রহমান রোমানকে সমর্থিত প্রার্থী ঘোষণা করে বিএনপি। রোমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মোজাহারুল হক মহর ও পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়াসহ অন্তত ৭ জন ইউপি চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মো. আবুবকর সিদ্দিক (মাইক), আলমগীর খান (টিয়া পাখি), মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক (উড়োজাহাজ), আক্কাছ আলী (জাহাজ), বিএনপি থেকে তোফাজ্জল হোসেন তোফাজ্জল (বৈদ্যুতিক বাল্ব), কামাল হোসেন (চশমা), আব্দুল মান্নান (তালা) এবং বর্তমান ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সালাম মন্টু (টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী আসলাম (বই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন (হাঁস), বিএনপি সমর্থিত এফএম রিপনা আক্তার (ফুটবল) ও বিদ্রোহী প্রার্থী হিসেবে আফরোজা রহমান লিপি (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত প্রার্থী আবিদুর রহমান রোমান বলেন, ‘বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে উৎসাহিত করেছেন। স্থানীয় ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’

অপর প্রার্থী খান মোহাম্মদ রুমি জানান, ‘শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় কাটাচ্ছি। জেলা বিএনপির কয়েকজন নেতা আমার পক্ষে প্রত্যন্ত এলাকাগুলোয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আশা করি, আমিই জয়ী হব।’

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান বলেন, ‘দল থেকে আমাকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। নেতাকর্মীরা একযোগে আমার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আশা করি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘নির্দেশনা মতো দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা।’

উপজেলা নির্বাচন কমিশনার মো. তোফায়েল হোসেন জানান, ‘এলাকার পরিস্থিতি ভালো। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা দেখছি না। তারপরও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।’

উল্লেখ্য, সিঙ্গাইর উপজেলা পরিষদ একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৭৮৬। মোট ভোটকেন্দ্র ৮৭টি।

(দ্য রিপোর্ট/একে/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর