thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

মন্ত্রীদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৪:৩২:২৯
মন্ত্রীদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনটি আলোচ্যসূচির পর অনির্ধারিত আলোচনায় অংশ নেন বৈঠকে উপস্থিত সদস্যরা।

ওই বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কাজের দোহাই দিয়ে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যাতে সংসদে অনুপস্থিত না থাকেন। জরুরি কাজ থাকলে সংসদে বসেও তা করা যায়।

‘অনেক সময় সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা থাকেন না। মন্ত্রীরাও থাকেন না। মন্ত্রীরা সংসদে না গেলে সংসদ সদস্যরা তাদের দেখে উৎসাহিত হন। তাই মন্ত্রিসভার সদস্যদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’- জানান ওই মন্ত্রী।

গত সংসদে বিভিন্ন সময়ে কোরাম সঙ্কটের কারণে সংসদ কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটে। অনেক সংসদ সদস্যর সঙ্গে সঙ্গে মন্ত্রীদেরও সংসদে যেতে অনীহার বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়েছিল।

অনির্ধারিত আলোচনার বিষয়ে ওই মন্ত্রী আরো জানান, পদ্মা সেতু নিয়ে আলোচনার সূত্র ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটে বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে এ অর্থ বরাদ্দ দেওয়া হবে। তাই পদ্মা সেতু নির্মাণে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর