thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

চট্টগ্রাম বিমানবন্দরে পাচারকালে ৫ জনকে উদ্ধার

২০১৬ নভেম্বর ১০ ১৬:২৮:৫১
চট্টগ্রাম বিমানবন্দরে পাচারকালে ৫ জনকে উদ্ধার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধভাবে কাতার হয়ে ইরাকে পাচারকালে ৫ জনকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় র‌্যাব এ অভিযান চালায়।

র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া (এএসপি) সোহেল মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন।

পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা ৫ জন হলো মো. তুহিন ইসলাম (২৬), সজিব আহমেদ (৩০), মো. রাসেল ঢালী (২৭), মোহাম্মদ সোহাগ (৩২) ও মো. রিপন (২৩)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে ৫ জনকে উদ্ধার করা হয়। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

উদ্ধারকারীরা জানায়, তাদেরকে পৃথকভাবে বিভিন্ন এলাকা হতে দালালদের মাধ্যমে ইরাক নেয়ার উদ্দেশে ঢাকার ফকিরাপুলস্থ ছায়ানীড় হোটেলে ওঠানো হয়। পরবর্তীতে দালাল রবিউল (৩২), ঢাকা এসে তাদেরকে ভিসা এবং পাসপোর্ট দিয়ে যায়। বিমানের টিকিট পর্যালোচনা করে দেখা যায় যে, এদের যাতায়াতের রুট হলো চট্টগ্রাম-শারজাহ-কাতার-ইরাক।

র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া (এএসপি) সোহেল মাহমুদ আরো জানান, উদ্ধারকৃতদের তথ্যের ভিক্তিতে পাচারকারী চক্রের ৪ দালালকে চিহ্নিত করা হয়েছে। তারা হলো মুন্সীগঞ্জের মো. সবুজ (৪৫), মো. সজিব আহমেদ (২৫), মো. রবিউল (৩২) ও মো. জসিম (৩২)। দালালচক্রকে গ্রেফতারের চেষ্টার চলছে বলে র‌্যাব জানায়।

(দ্য রিপোর্ট/এম/নভ্ম্বের ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর