thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

২০১৬ নভেম্বর ১০ ১৯:১৮:১৮
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে তিনি হলেন- সিএনজিযাত্রী তানজিনা কামাল রুপা (৩২)। তবে তার পুরুষ সঙ্গীর নাম পরিচয় জানা যায়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দুর্ঘটনা ও ২ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বেলা সাড়ে ৩টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণে গোলচত্বরে একটি সিএনজি ট্যাক্সি ও বাসের মধ্যে মুখোমখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও সিএনজি ট্যাক্সির বেশ কয়েকজন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে একজন মারা যায়।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন মারা গেছেন। আহত আরো ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/নভেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর