thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে ভেজাল প্রসাধনী তৈরির দায়ে আটক ১০

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৪:৫৪:৩৯
রাজধানীতে ভেজাল প্রসাধনী তৈরির দায়ে আটক ১০

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজারের বড় কাটরার দুটি কারখানায় নকল প্রসাধনসামগ্রী তৈরির অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হয়।

সোমবার দুপুর ১টায় র‌্যাব-১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট কাওসার ও ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- কারখানার মালিক আবদুল মালেক (৫০), শ্রমিক নুরুল (২৫), মনি (৩৮) ও সুমা (২০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন জানান, চকবাজারের বড়কাটরার ৭ নাম্বার গলির দুটি ভবনে অভিযান চালানো হয়। এ সব কারখানাতে বিদেশি সকল ধরনের নকল প্রসাধনী তৈরি করা হয়, যা ব্যবহারে ভোক্তাদের চর্মরোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে।

তিনি জানান, এ সময় সেখান থেকে চারজনকে আটক করা হয়। এদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ জরিমানা করা হয়েছে।

চকবাজারের ‘লিটা-শরিফ’ ভবনের ৫ম তলার কারখানার মালিক আবদুল মালেক বলেন, ‘এখানে আমি এক বছর ধরে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু বিএসটিআইয়ের কোনো অনুমোদন নিইনি। এখানে নকল ফেয়ার অ্যান্ড ল্যাভলি, মেক্স ফেয়ারনেসসহ বিভিন্ন বিদেশি কোম্পানির ফেসওয়াস ও ক্রিম তৈরি করা হয়।

ভেজাল প্রসাধনী কোথায় কোথায় বিক্রি করা হয়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চকবাজারের ব্যসায়ীরা কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলাগুলোয় পাঠিয়ে দেন।’

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর