thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু ২২ ফেব্রুয়ারি

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৫:০৬:১৪
এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু ২২ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২২ ফেব্রুয়ারি ১২তম এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হবে। এশিয়া কাপের খেলা দেখতে সাধারণ গ্যালারির জন্য সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই টাকার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে টিকিট কিনতে হবে। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি মার্কেটিং বিভাগের প্রধান গাজী এনাম আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

এশিয়া কাপের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) কাউন্টারে। শ্রীলঙ্কা সিরিজের মতো এবারও ইউসিবি ব্যাংকের ইউক্যাশে সারাদেশ থেকে টিকিট কিনতে পারবে দর্শকরা। একই সঙ্গে ২২ ফেব্রুয়ারি ঢাকা ও নারায়ণগঞ্জে ইউসিবি ব্যাংকের ৮টি শাখায় টিকিট বিক্রি হবে। তবে মূল টিকিট পাওয়া যাবে ম্যাচ শুরুর আগের দিন।

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই। ঘরের মাঠে বসে ম্যাচ দেখতে সাধারণ দর্শকদের ২০০ টাকার টিকিটের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০, ৪০০, ৬০০, ৪ হাজার, ৮ হাজার, ২০ হাজার এবং ২৫ হাজার টাকা। সবগুলো টিকিটের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে টিকিট কিনতে হবে দর্শকদের ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের মূল্য একই নির্ধারণ করা হয়েছে। ফতুল্লায় চাষাড়া এবং পাগলা বাজার ইউসিবি ব্যাংকে টিকিট বিক্রি হবে।

ঢাকায় ইউসিবির ৫টি শাখায় পাওয়া যাবে টিকিট। শাখাগুলো হলো বিজয়নগর, মিরপুর, ধানমন্ডি, বসুন্ধরা ও উত্তরা শাখা।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/এমএ/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর