thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দামুড়হুদায় ডাকাতি, গৃহকর্তাসহ আহত তিন

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৬:১০:০৯
দামুড়হুদায় ডাকাতি, গৃহকর্তাসহ আহত তিন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের এমএম ফিলিং স্টেশনের মালিক আব্দুল মালেকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় আব্দুল মালেকসহ তার দুই কর্মচারী সোহাগ (২৫) ও রবিউল ইসলাম (৩৫) আহত হন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, রাতেই কার্পাসডাঙ্গার খাবলিপাড়ার নূর ইসলামের ছেলে আব্দুল কাদের হিরক ও মরহুম শামসুল ইসলামের ছেলে আজগার আলীকে সন্দেহবশত আটক করা হয়েছে।

এলাকাবাসী জানান, রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের হাজী ফকির মোহাম্মদের ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের সঙ্গে নিয়ে বাড়িতে রওনা হন। বাড়ির দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগে থেকে ওঁৎপেতে থাকা ১০-১২ জনের একটি ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। সেই সঙ্গে আব্দুল মালেককে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগটি কেড়ে নেয়। পরে তাদের জিম্মি করে বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে ডাকাতরা ছয়টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

আব্দুল মালেক মুক্ত হয়ে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে তার ফিলিং স্টেশনের কর্মচারী রবিউল ও সোহাগ গুলিবিদ্ধ হয়।

(দ্য রিপোর্ট/এমআরআর/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর