thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মৌলভীবাজার সরকারি কলেজের চার ভবনই ঝুঁকিপূর্ণ

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৬:৩৮:০৯
মৌলভীবাজার সরকারি কলেজের চার ভবনই ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজার প্রতিনিধি : প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় মৌলভীবাজার সরকারি কলেজের একাডেমিক ও প্রশাসনিক চার ভবনই ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চার ভবনের কোনোটির বিমে ফাটল ধরেছে, কোনোটির প্লাস্টার খসে পড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে, কোনো ভবনের মেঝেতে সৃষ্টি হয়েছে গর্ত।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের মূল একাডেমিক ভবনটি প্রায় ২০ বছরের পুরনো। ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, দেয়াল ও প্রতিটি কক্ষের প্লাস্টার খসে পড়ছে। শিক্ষক মিলনায়তন ভবনটির ছাদের বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়ে বিম ও ছাদের রড বেরিয়ে পড়েছে। বিজ্ঞান ভবনের দেয়াল চুইয়ে পানি ঢুকে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে পড়ায় শৈবাল ধরেছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ভবনটিতে কেবল প্রাকটিক্যাল ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস নেওয়া হয় না। এ ছাড়া প্রশাসনিক ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়েছে ভবনটির কোনো কোনো কক্ষে।

সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক দিলারা খান দ্য রিপোর্টকে জানান, ‘কলেজের অধিকাংশ কক্ষের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে ক্লাস নিতে হচ্ছে। কলেজের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ঝুঁকির মধ্যে রয়েছে।

হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর খন্দকার দ্য রিপোর্টকে জানান, একটুখানি বৃষ্টি হলেই ভবনগুলোর দেয়াল চুইয়ে পানি পড়ে। এতে দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে গেছে। ভবনের প্লাস্টার ক্ষতি হয়েছে। কোনো কোনো ভবনের পলেস্তারা খসে গিয়ে রড বেরিয়ে গেছে। এগুলোর সংস্কার জরুরি।’

অধ্যক্ষ অধ্যাপক আকবর ইমাম বলেন, ‘একাডেমিক ভবনটি এখন ভগ্নপ্রায়, বিভিন্ন স্থানে প্লাস্টার খসে পড়ছে। এ ছাড়া বিজ্ঞান ভবন, হিসাববিজ্ঞান ভবন, শিক্ষক মিলনায়তনের কক্ষগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অনতিবিলম্বে যেন এগুলোর সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়।’

(দ্য রিপোর্ট/টিএফ/একে/এএস/এএইচ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর