thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘দায়িত্বে অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ইসি’

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:০৩:০৫
‘দায়িত্বে অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ইসি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যদি কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দফায় ৯৭টি উপজেলায় নির্বাচনে সোমবার রাত থেকেই প্রচার প্রচারণা শেষ হচ্ছে বলে জানিয়ে এই কমিশনার বলেন, গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নজর রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

পত্রিকায় আচরণবিধি ভঙ্গের ব্যাপারে অভিযোগ আসছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, পত্রিকায় আসলেই হবে না, রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করতে হবে, তাহলে ইসি ব্যবস্থা নেবে।

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা প্রস্তুত। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতায় এ নির্বাচন করতে পারছি না।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর