thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৬:৫৯:২০
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে ভারতীয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের দুই কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড (ওভিএল) ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে সোমবার বিকেল সাড়ে ৪টায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সিনিয়র সহকারী সচিব খাদিজা নাজনীন, পেট্রোবাংলার পক্ষে কোম্পানি সচিব ইমাম হোসেন ও বাপেক্সের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সবুর স্বাক্ষর করেন। অন্যদিকে ভারতীয় কোম্পানি ওভিএলের পক্ষে কোম্পানির এমডি ও সিইও এ জে দুর্গাল এবং ওআইএলের পক্ষে এন হাজারিকা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় কোম্পানিগুলো ১৪ হাজার ২শ’ ৯৫ বর্গকিলোমিটার এলাকায় ২-বি সাইসমিক ছাড়বে ও দু’টি কূপ খনন করবে। এ সব ব্লকে গ্যাস বা তেল পাওয়া গেলে উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করতে হবে। তবে পেট্রোবাংলা যদি কিনতে না চায় সেক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে তারা। তেল-গ্যাস অনুসন্ধানে ১০ শতাংশ শেয়ারে কাজ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বাপেক্স। চুক্তি অনুযায়ী দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী নিতে হবে বাংলাদেশ থেকে।

চুক্তি পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ‍মুহিত বলেন, ‘আগে দেশে জ্বালানি সেক্টরে ভয়াবহ সঙ্কট ছিল। গত ৫ বছরে কিছুটা সঙ্কট কেটেছে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে এর আগে আমরা কয়লা চুক্তি করেছি। এখন গ্যাস অনুসন্ধানে চুক্তি হচ্ছে। আশা করছি এটি দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘রাজনীতিতে একটি নতুন বার্তা এসেছে। তা হলো উন্নতি, সমৃদ্ধি ও শান্তি। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪১ সালে আমরা উন্নত দেশ হব। আজ থেকে সে যাত্রা শুরু হলো। এটি একদিনে হবে না। গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হলে সফলতা আসবে বলে আমাদের বিশ্বাস।’

তিনি বলেন, ‘অগভীর সমুদ্র বন্দরে দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ইন্ডিয়ার দুটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এটি সফল হলে আগামী দিনে আরও চুক্তি হবে।’

ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বলেন, ‘আগামী দিনে এ অঞ্চলের জন্য এনার্জি একটি বড় চ্যালেঞ্জ।’ ভারতীয় কোম্পানি দু’টি সন্তোষজনক সার্ভিস দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সমুদ্রে ভারতীয় কোম্পানিকে গ্যাস অনুসন্ধানের সুযোগ দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনময়কালে ভারতীয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের এমডি ও সিইও ডিকে শারাফ বলেন, ‘এ দু’টি কোম্পানি শুধু ভারত-বাংলাদেশ নয় মিয়ানমার, ভিয়েতনাম, নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের ৩৭টি ব্লক ও সাইটে কাজ করছে। তেল-গ্যাস অনুসন্ধানে ওভিএল ও ওআইএলের অতীত অভিজ্ঞতা রয়েছে। আশা করছি তারা এ দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে সফলতা দেখাবে।’

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরসহ পেট্রোবাংলা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ভারতীয় কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর