thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

বৃত্তি প্রদানে কারচুপির অভিযোগে না.গঞ্জে মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:১০:৪২
বৃত্তি প্রদানে কারচুপির অভিযোগে না.গঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ সংবাদদাতা : আমলাপাড়া সরকারি আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রদানে কারচুপির অভিযোগে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নারায়ণগঞ্জ চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক হরিপদ সাহা, আনোয়ার, মো. আলতাফ হোসেন, বেলাল হোসেন. আবু সাঈদ, তাহমিনা আক্তার, সেলিনা, কামরুন নাহার, ঝুমা, শম্পা, শামিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবছরের মতো এবারও প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৯ জন ছাত্রছাত্রী এ প্লাস পেয়ে জেলার শীর্ষস্থান অধিকার করেছে। গত বছর এ স্কুল থেকে ৩৪ জন ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে দুজন বৃত্তি পেয়েছিল। কিন্তু এ বছর ছয় হাজার ৩০১ থেকে ৬ হাজার ৪০০ রোল পর্যন্ত এ স্কুলে কোনো বৃত্তি আসেনি। এতে ফল প্রকাশে কারচুপি হয়েছে বলে তারা আশঙ্কা করেছেন। এ কারচুপির প্রতিবাদে তারা মানববন্ধনে অংশ নেন।

(দ্য রিপোর্ট/এমএম/ইইউ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর