thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সিনিয়র সচিব হলেন মোখলেছুর রহমান

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:১৮:৪০
সিনিয়র সচিব হলেন মোখলেছুর রহমান

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিনিয়র সচিব হলেন মো. মোখলেছুর রহমান। মোখলেছুর রহমান ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছিলেন। সিনিয়র সচিব হওয়ার পরও তাকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব এবং সচিবদের মাঝামাঝি একটি পদমর্যাদা হলো সিনিয়র সচিব। মোখলেছুর রহমান আগামী ৪ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

গত মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে একটি পদ চালু করে। ২০১২ সালের ৯ জানুয়ারি আট সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। একই বছরের ২৮ ফেব্রুয়ারি ওই সময়ে চুক্তিভিত্তিতে নিয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানকেও সিনিয়র সচিবের পদ মর্যাদা দেওয়া হয়। এরপর পুলিশের মহাপরিদর্শকের পদটি সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর