thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি আফুসি

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:২৭:১৯
খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি আফুসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিমানবন্দরে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই বাসে উঠে গিয়েছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রাণভোমরা সনি নর্দে। হাইতিয়ান এ ফরোয়ার্ড শুধু একবারই মুখ খুলেছিলেন। বলেছেন, ‘মনটা ভালো নেই।’

আইএফএ শিল্ডের পুরো টুর্নামেন্টে ভালো খেলেও রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে রানার্স আপ হয়ে দেশে ফিরতে হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। তবে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট ক্লাব সভাপতি মনজুর কাদের। বলেছেন, ‘ছেলেরা টুর্নামেন্টে ভাল খেলেছে। কিন্তু আমার দুঃখ একটাই- তীরে এসে তরি ডুবেছে।’

ফাইনালে রেফারি সন্তোষ কুমারের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে মনজুর কাদের বলেছেন, ‘খেলার রেফারি যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে আমাদের কিছু করার থাকে না।’

অসাধারণ পারফরমেন্সে সনি নর্দের বিষয়ে কলকাতার অনেক ক্লাবই নাকি আগ্রহী। তবে সনি নর্দেকে ছাড়ছে না শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এ বিষয়ে মনজুর কাদের বলেছেন, ‘আমি শুনেছি অনেক ক্লাবই সনি নর্দের সঙ্গে কথা বলেছে। কিন্তু সব কিছুরই তো একটা নিয়ম রয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষতে সনি নর্দের মতো আরও ভালো খেলোয়াড় আমরা আনব।’

ইতিহাস হয়ে থাকার সুযোগ হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি। তিনি বলেছেন, ‘শিল্ড জিতে ইতিহাস হয়ে থাকার একটা সুযোগ এসেছিল। তা হলো না। তাই খারাপ লাগছে। তবে খেলোয়াড়দের পারফরমেন্সের আমি সন্তুষ্ট।’ ম্যাচ নিয়ে পরিকল্পনায় কোনো ভুল ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘পরিকল্পনায় আমাদের কোনো ভুল ছিল না। টাইব্রেকার যে কোনো কিছুই হতে পারে। এখানে ভাল খেলার পাশাপাশি ভাগ্যটাও জড়িত।’

দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেছেন, ‘কলকাতায় আমরা শেখ জামাল জার্সিতে খেলেছি ঠিকই, হৃদয়ে ছিল বাংলাদেশ। দেশের জন্যই খেলেছি। ফাইনালে ভাগ্যটা আমাদের সঙ্গে ছিল না। আমরা শতভাগ উজাড় করে দিয়েছি।’

কলকাতা মোহামেডানের বিপক্ষে টাইব্রেকারে লিংকনের শেষ শটটি গোল হয়ে গেলে সাডেন ডেথে যেতে হতো না শেখ জামাল ধনমণ্ডি ক্লাবকে। ওই গোলটি হলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত। এ শটটি নিতে নার্ভাস ছিলেন লিংকন। বিমানবন্দরে তিনি বলেছেন, ‘আসলে আমি অনেক নার্ভাস হয়ে পরেছিলাম। তাই শটটা বুঝে ফেলেছিল ওদের গোলরক্ষক।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর