thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

ঢাকা মহানগর পিপিসহ ২ জনকে হাইকোর্টে তলব

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:২৯:৩০
ঢাকা মহানগর পিপিসহ ২ জনকে হাইকোর্টে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক : একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে দীর্ঘ ১০ বছরেও সাক্ষী হাজির করতে না পারায় ঢাকা মহানগর পিপিসহ (পাবলিক প্রসিকিউটর) দু’জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ওই হত্যা মামলার এক আসামির মামলা বাতিল আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

হাইকোর্টে হাজিরের নির্দেশপ্রাপ্ত অন্যজন হলেন- অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। দু’জনকে ৪ মার্চ সাক্ষী হাজিরে বিলম্বের কারণ লিখিত প্রতিবেদন আকারে দাখিল করে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

আদালতে আসামির পক্ষে ছিলেন শাহ মো. সিরাজুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৩০ মে রাজধানীর শাহজানপুর রেলওয়ে কলোনিতে একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা শামীম সোবহানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

একইদিন এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ সাঈদুল ওই এলাকার কাশেমসহ তার দলের ৮ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ২০০২ সালের ২৫ অক্টোবর অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালত অভিযোগ গঠন করেন। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেনি।

দীর্ঘ সময়ে মামলার সাক্ষী হাজির না করার অভিযোগ নিয়ে গত ৯ ফেব্রুয়ারি রবিবার এ মামলার আসামি দত্তবাবু ওরফে আনিসুজ্জামান মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করলে সোমবার আদালত এ আদেশ দেন বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর