thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আল-আমিন ও সানির অভিষেক

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৭:৩১:২০
আল-আমিন ও সানির অভিষেক

রবিউল ইসলাম, দ্য রিপোর্ট : আগেই ২ ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয়েছিল আল-আমিনের। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১০৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে তার। শুধু আল-আমিন নয়, একইদিন অভিষেক হয়েছে স্পিনার আরাফাত সানিরও। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামার মধ্য দিয়ে ১১০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে সানির।

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল আল-আমিনের। অভিষেকের পর এ পর্যন্ত ৩টি টেস্ট খেলেছেন। ৩ ম্যাচে ৩ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন আল-আমিন। একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে না খেললেও টোয়েন্টি২০ তে খেলেছেন। এক ম্যাচ টোয়েন্টি২০ খেলে ২ উইকেট লাভ করেছেন তিনি।

একাডেমি, ‘এ’ দল এবং প্রথম শ্রেণীর ১৭টি ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান আল-আমিন। প্রথম শ্রেণীর ম্যাচে এ পর্যন্ত ৪৯টি উইকেট পেয়েছেন। বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে আলো ছড়ানো আল-আমিন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিসিএলেও দক্ষিণাঞ্চলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। আর ঘরোয়া লিগের এসব পারফরমেন্সই জাতীয় দলে ঢুকতে সহায়তা করেছে আল-আমিনকে।

সেই তুলনায় বেশ অভিজ্ঞ হয়েই জাতীয় দলে জায়গা পেয়েছেন আরাফাত সানি। এ পর্যন্ত ৬১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা সানি, শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে টোয়েন্টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। আর টোয়েন্টি২০ সিরিজের পারফরমেন্সই তাকে ওয়ানডে দলে সুযোগ পেতে সহায়তা করেছে। ২০০১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত সানি এ পর্যন্ত ৬১টি ম্যাচ খেলে ২৩১টি উইকেট পেয়েছেন।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর