thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

চবিতে ছাত্র ফ্রন্টের নেতাকে পেটালো ছাত্রলীগ নেতা

২০১৬ নভেম্বর ১৫ ২১:৫২:০৮
চবিতে ছাত্র ফ্রন্টের নেতাকে পেটালো ছাত্রলীগ নেতা

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস মোহাম্মদ বোরহানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের আহবায়ক ফজলে রাব্বিকে পেটানের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে এই ঘটনা ঘটে। মারধরের স্বীকার ফজলে রাব্বি রসায়ন বিভাগের মার্স্টাসের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আবিদ খন্দকার নামের ছাত্র ফ্রন্টের এক কর্মী দোকানে বসে পত্রিকা পড়ছিল। এই সময় তার পাশে থাকা ব্যাগটি সরানোর সময় তার বিপরীতে বসে থাকা বোরহানের গায়ে লাগে। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান আবিদকে মারতে আসে। তখন ছাত্র ফ্রন্টের আহবায়ক ফজলে রাব্বি বিষয়টা সমাধানের চেষ্ঠা করেন। কিন্তু রোরহান তা না মেনে তার অনুসারীদের নিয়ে ফজলে রাব্বিকে মারধর করে।

এ বিষয়ে মারধরের শিকার ছাত্র ফ্রন্টের আহবায়ক ফজলে রাব্বি বলেন, ‘শুধুমাত্র গায়ে ব্যাগ লাগার কারণে আবিদকে মারতে আসে বোরহান। আমি বিষয়টি সমাধানে চেষ্ঠা করলে আমিও তার রোষানলের স্বীকার হই। একপার্যয়ে সে আমাকে মারধর করে। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর মৌখিক ভাবে জানিয়েছি।’

মারধরের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন জানান, ‘এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। আমরা ছাত্র ফ্রন্টের সভাপতির সাথে কথা বলে বিষয়টি সমাধানের ব্যবস্থা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

(দ্য রিপোর্ট/এমএইচএ/নভেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর