thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

হেফাজত নেতা মুফতি ওয়াক্কাসের জামিন

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৮:০২:৫৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশ চলাকালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা সাত মামলার মধ্যে পাঁচ মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন হেফাজত নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

মুফতি ওয়াক্কাসের পক্ষে দায়ের করা পৃথক জামিন আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে উচ্চ আদালতের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের যৌথ বেঞ্চ এ জামিন মঞ্জুর করে।

মুফকি ওয়াক্কাসের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

গত বছরের ৫ মে মতিঝিলে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ হত্যা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬ মে পল্টন ও মতিঝিল থানায় ওয়াক্কাসের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়।

ওই বছরের ২ সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া থেকে ওয়াক্কাসকে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর