thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

গৃহকর্মী হত্যার অভিযোগে ভারতে এমপি’র স্ত্রী গ্রেফতার

২০১৩ নভেম্বর ০৫ ২১:২৭:৪৭
গৃহকর্মী হত্যার অভিযোগে ভারতে এমপি’র স্ত্রী গ্রেফতার

দিরিপোর্ট২৪ ডেস্ক : কয়েক মাস ধরে অত্যাচার চালিয়ে গৃহকর্মীকে হত্যার অভিযোগে মঙ্গলবার ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) সংসদ সদস্য ধনঞ্জয় সিংয়ের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ধনঞ্জয়ের স্ত্রী ডা. জাগৃতি সিংয়ের বাসার গৃহকর্মী রাখি (৩৫) সোমবার মারা যায়। খবর এনডিটিভির।

মৃত রাখির বুক, পাকস্থলি, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধনঞ্জয় সিং জানান, সোমবার রাত ৮ টায় তার মৃত্যু হয়েছে। কিন্তু এরও কয়েকঘণ্টা পরে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. জাগৃতি সিংয়ের বিরুদ্ধে এ হত্যা মামলা ছাড়াও অন্য এক গৃহকর্মী রামফালকে (সংখ্যালঘু) হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

জাগৃতি সিং সরকারি আরএমএল হাসপাতালের দাঁতের চিকিৎসক। তিনি গত বছর অনুষ্ঠিত উত্তর প্রদেশের অ্যাসেম্বলি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

রাখি হত্যা মামলায় সংসদ সদস্য ধনঞ্জয়ও পুলিশের সন্দেহের মধ্যে আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া ধনঞ্জয়ের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা আছে।

ধনঞ্জয় সাংবাদিকদের বলেন, ‘তিনদিন ধরে বাড়ির বাইরে থাকা অবস্থায় জাগৃতির কাছ থেকে একটি ফোন পাই। ফোনে জাগৃতি জানায় একজন গৃহকর্মী সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় আরেকটি ফোনের মাধ্যমে জানতে পারি সে মারা গেছে। তার মৃত্যুর খবর শুনে আমি আমার নির্বাচনী এলাকা জৌনপুর থেকে চলে আসি এবং পুলিশে খবর দেই।’

পুলিশ সূত্র জানায়, তিনদিন আগে আঘাত পাওয়া সত্ত্বেও তাকে কেন হাসপাতালে নেওয়া হয়নি তা ব্যাখ্যা করেন নি ধনঞ্জয়।

৩৮ বছর বয়সি ধনঞ্জয় জানান, জাগৃতির সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তারা এখন আলাদা থাকছেন।

ধনঞ্জয়ের বাসার কর্মচারীরা জানান, জাগৃতি নিয়মিত গৃহকর্মীদের মারধর করেন।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর