thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সচিবালয়ের সামনে আলু ফেলে চাষিদের বিক্ষোভ

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৮:০৮:২৯
সচিবালয়ের সামনে আলু ফেলে চাষিদের বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আলুর লাভজনক দামসহ ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণের দাবিতে সচিবালয়ের আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। এরআগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিকেলে ৪টার দিকে সমাবেশে আলু চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, আলুভিত্তিক শিল্প কারখানা নির্মাণ, সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ, সরকারি ক্রয় কেন্দ্র চালুসহ ফসলের লাভজনক দামের দাবি জানানো হয়।

কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সভাপতি নুরুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য রোমান হায়দার, কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, কৃষক নেতা ওমর আলী, মনিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর লাভের আশায় কৃষক আলু চাষ করেন। কিন্তু লাভ তো দূরের কথা আলুর উৎপাদন খরচই কৃষকরা পান না। সম্প্রতি দেশে রাজনৈতিক সংঘাতের কারণে আগাম আলুসহ শাকসবজি কৃষক পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে।

নেতারা বলেন, ধনী ব্যবসায়ী, গার্মেন্টস মালিকরা হরতাল-অবরোধে তাদের ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে আদায় করে নিচ্ছে। কিন্তু কৃষকের ক্ষতিপূরণের দিকে সরকারের কোনো নজর নেই।

অবিলম্বে আলুর লাভজনক দামসহ ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণ প্রদানসহ কৃষক সমিতির দাবিসমূহ মেনে নেওয়ার দাবি জানান কৃষক নেতারা।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর