thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৮:১৫:৫৮
ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভালুকার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, কোতোয়ালি থানায় দ্রুতবিচার আইনে ছাত্রদলের জেলা সভাপতি রোকনের বিরুদ্ধে মামলা থাকায় তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ ৬টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েকজন ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মাস্টারবাড়ী এলাকায় গণসংযোগ করছিলেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে মামলা না থাকায় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরুকে ছেড়ে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর