thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

হরতাল-অবরোধে যোগাযোগ খাতে ক্ষতি ১৬৩ কোটি টাকা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৮:২৮:৪৪
হরতাল-অবরোধে যোগাযোগ খাতে ক্ষতি ১৬৩ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত ও দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে সড়ক ও রেল যোগাযোগ খাতে প্রায় ১৬৩ কোটি ৫৩ লাখ দুই হাজার ৩৬৫ টাকা সমপরিমাণ ক্ষতি হয়েছে।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সোমবার পৃথক দু’টি প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক সংসদকে এ তথ্য জানান।

মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত, অভিযুক্তদের মুক্তির দাবি এবং দণ্ডাদেশ ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের জ্বালাও-পোড়াও ও জনবিচ্ছিন্ন কার্যক্রমের ফলে সড়ক ও জনপথ অধিদফতরের আনুমানিক ১১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার টাকা এবং বিআরটিসির আনুমানিক ৫৮ কোটি ৬৯ লাখ ২৭ লাখ ৩৬৫ টাকা ক্ষতি হয়েছে।’

মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘গত বছর বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ের ৯৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। জোটের ধ্বংসাত্মক কার্যক্রম ও নাশকতার মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৪ কোটি টাকা এবং নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭০ কোটি টাকা বাংলাদেশ রেলওয়ের আর্থিক ক্ষতি হয়েছে।’

এক সম্পূরক প্রশ্নের উত্তরে মুজিবুল হক বলেন, ‘এ সব নাশকতামূলক কর্মকাণ্ডে রেলের ৭ জন ও আনসার ভিডিপির ২ জনসহ মোট ৯ জন নিহত হন। এ ছাড়া অর্ধশতাধিক রেল ও আনসার ভিডিপির সদস্য আহত হয়েছেন। এ সব কর্মকাণ্ডের দায়ে এ পর্যন্ত ৬২টি মামলা দায়ের করে ২৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’

নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের উত্তরে রেলপথমন্ত্রী রেলের ধারাবাহিক লোকসানের চিত্র সংসদে তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ‘২০১২-১৩ অর্থবছরে রেলে লোকসানের পরিমাণ ৮৭৯ কোটি পাঁচ লাখ ৭৬ হাজার টাকা। এ অর্থবছরে রেলে এক হাজার ৬৮৪ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ের বিপরীতে আয় হয়েছে ৮০৫ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে রেলের লোকসান ছিল এক হাজার ১১০ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা, ২০১০-১১ অর্থবছরে লোকসান ছিল এক হাজার সাত কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর