thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুড়িগ্রামে অপহৃত ২ যুবক উদ্ধার, গ্রেফতার ২

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪৩:১৩
কুড়িগ্রামে অপহৃত ২ যুবক উদ্ধার, গ্রেফতার ২

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম রাজারহাট থেকে অপহরণের দুইদিন পর সোমবার সকালে রংপুর থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জনই রংপুরের কামাল কাছনার বাসিন্দা। একজনের নাম মইনুল হোসেন (২৮)। তার বাবার নাম হাফেজ মিয়া। অপরজন হলেন মর্তুজা (৪০)। তার বাবার নাম মো. হাসান মিয়া।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাসান সিকদার জানান, ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলা সদর থেকে লিটন (৩০) ও শাহজহানকে (৩২) অপহরণ করে ৪ অপহরণকারী। এর পরের দিন মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণের দাবি করে তারা। বিকাশের মাধ্যমে অপহৃতদের অভিভাবককে টাকা দিতে বলা হয়। অপহৃতের অভিভাবকরা বিকাশের মোবাইল নাম্বার দিয়ে ১৬ তারিখে রাজারহাট থানায় মামলা করে।

এরপর রংপুর কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান চালিয়ে রংপুরের পায়রা চত্বর থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের নিউ শালবনের একটি বাড়ি থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/জেআই/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর