thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আবহাওয়া পরিবর্তনে সুশীল সমাজের ভূমিকা জোরদারের আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৯:৪০:১১

দ্য রিপোর্ট প্রতিবেদক : আবহাওয়া পরিবর্তনে সুশীল সমাজের কণ্ঠ ও ভূমিকা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার দুপুরে ইকিউটিবিডি আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান বক্তারা।

এ সময় সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সার্কভুক্ত প্রত্যেকটি দেশেই গণতন্ত্র রয়েছে। জনগণ যদি কোনো একটি প্রসঙ্গে নিজেদের আওয়াজ জোরালো করে তাহলে সরকারকে তা অবশ্যই মানতে হবে। জনগণের জোরালো আওয়াজে সরকার ক্ষমতাচ্যুতও হয়। তাই আবহাওয়া পরিবর্তনে সুশীল সমাজের কণ্ঠ ও ভূমিকা আরও জোরালো করতে হবে। তাহলে সরকার জনগণের আরও কাছাকাছি আসবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সার্কের মধ্যে দু’ধরনের পক্ষ রয়েছে। একটি পক্ষ হচ্ছে দ্রুত উন্নয়নশীল দেশ, যেমন-ভারত। অন্যপক্ষ হচ্ছে শুধু উন্নয়নশীল দেশ। আমাদের মতো অপেক্ষকৃত কম উন্নয়নশীল দেশ এ দুই পক্ষের ক্রসফায়ারের মাঝে পরে গেছে।’

তিনি প্রতিবেশী দেশের সমালোচনা করে বলেন, ‘আমার দেশের জল আমরা ধরে রাখব, আবার যখন খুশি ছেড়ে দেব এমন হলে কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকবে না। যেগুলো নিয়ে আমাদের মধ্যে সহযোগিতা সম্ভব সে ব্যপারগুলো নিয়ে সুশীল সমাজের ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব নয়। কেননা তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ফলে পরিবেশ হুমকির মধ্যে পড়ে।’

আমরা সার্কভুক্তদেশগুলো ফুড ব্যাংক, ক্লাইমেট চেঞ্জ, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করতে পারি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কখনও নিজেদের ওপর দোষ না নিয়ে অন্যের ওপর দোষ চাপাই। এ জন্য জলবায়ু উন্নয়নে কিছু করতে পারছে না সার্ক। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় ক্ষতি হবে কৃষি খাতে।’

আমাদের সার্কভুক্তদেশগুলোর মধ্যে সম্পর্কের অনেক ফাঁক রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন অবশ্যই একটি সায়েন্স। কিন্তু এ সায়েন্স এখন পলিটিক্স, ইকোনমি ও ডিপ্লোমেসির ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের সাধারণ বিষয়গুলো চিহ্নিত করে সার্কের মাধ্যমে কাজ করলে ভালো।’

ইকিউটিবিডি এবং কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অক্সফামের কান্ট্রি ডিরেক্টর নেহাল সোনেজি, ক্লাইমেট অ্যাকশনের কো-অর্ডিনেটর সঞ্জয় ভাহসিস্ট, বিয়ন্ড কোপেনহেগ কালেকটিভ ইন্ডিয়ার সোময়া দত্ত, নেপালের সারবা খাদকা, বাংলাদেশ ইকোনমিস্ট জ্যার্নালিস্ট ফোরামের সভাপতি খাজা মঈনুদ্দিন, ড. শহিদুল ইসলাম, মণিষা বিশ্বাস, নাজহাত ইমাম, গোলাম সরোয়ার ফারুক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর