thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রানা প্লাজা ট্র্যাজেডি

ক্ষতিগ্রস্তদের জাবি উপাচার্যের সহায়তা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৯:৪৩:১৫
ক্ষতিগ্রস্তদের জাবি উপাচার্যের সহায়তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত আরিফুল ইসলাম রাজুর স্ত্রী খুশি বেগমের হাতে চেক তুলে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এমএ মতিন। সোমবার উপাচার্য অফিস কক্ষে খুশি বেগমের হাতে একষট্টি হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি। চেক প্রদান অনুষ্ঠানে শাহরুর বানু নামের অপর একজনকেও একষট্টি হাজার টাকার চেক প্রদান করা হয়। শাহরুর বানুর স্বামী মো. সুমন মিয়া রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হন।

চেক প্রদানের সময় খুশি বেগম বলেন, তিনি সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও কিছু আর্থিক সহযোগিতা পেয়েছেন। সকলের সহযোগিতায় তিনি ভবিষ্যতের স্বপ্ন বুনছেন। এ সময় তিনি বিওসির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত উপাচার্য তার বক্তৃতায় মানবিক সাহায্যে এগিয়ে আসায় বিওসিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রানা প্লাজা ট্র্যাজেডিতে ‘মানুষ মানুষের জন্য’ এটা ফুটে উঠেছে। মানবিক বিপর্যয়ে কেউ একা নয়, বিওসির সহযোগিতা তারই প্রতিফলন।

উপাচার্য অফিস কক্ষে এ চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, বিওসির সদস্য প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা বেগম প্রমুখ ।

উল্লেখ্য, এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নরওয়ের ট্রন্ডহেইম শহরে অবস্থিত নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন (বিওসি)’।

(দ্য রিপোর্ট/এএস/এপি/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর