thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

জাপানে তুষারঝড়ে নিহত ১৯, আহত ১৬০০

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৯:৫৩:৫৬
জাপানে তুষারঝড়ে নিহত ১৯, আহত ১৬০০

দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে ভয়াবহ তুষারঝড়ে ১৯ জন নিহত ও অন্তত এক হাজার ৬০০ জন আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঝড়ের সময় রাস্তায় থাকা অনেক যানবাহন তুষারে আটকে পড়ায় সড়কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ছোট সম্প্রদায়গুলোর অন্তত ৬৯০০ জন সড়ক ও রেলপথ বরফে আচ্ছন্ন হওয়ায় আটকা পড়েছে। যোগাযোগের অভাবে এ সব এলাকায় খাদ্য ঘাটতি দেখা দিয়েছে বলেও জানা গেছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের প্রাণ রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ঝড়টি জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হোক্কাইডোর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। সেখানেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির রাজধানী টোকিওতে শুক্রবার তুষারপাত শুরু হয়। শনিবার সকালের মধ্যেই ২৬ সেন্টিমিটার তুষারে ঢাকা পড়ে পুরো টোকিও।

দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ তুষারঝড়।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর